
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দেশকে দুর্নীতিমুক্ত ও আইনশৃঙ্খলাবদ্ধ রাখা হবে। তিনি উল্লেখ করেন, বিএনপির ট্র্যাক রেকর্ড এ বিষয়ে স্পষ্ট এবং অতীতেও দলের সরকার আইন শৃঙ্খলার ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের দেশ পরিচালনার পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি অতীতে কীভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করেছিল তা সবার জানা। ক্ষমতায় এলে দেশের স্বার্থে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। পাশাপাশি, দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী রাখার বিষয়ে বিএনপির বিশেষ নজর থাকবে।
তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন, বিএনপির পরিকল্পনাগুলো—দুর্নীতির লাগাম টানা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, শিল্প উন্নয়ন, কর্মসংস্থান, নারীর শিক্ষা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ—গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কর্মসংস্থানসহ অন্যান্য ক্ষেত্রের কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য ধারাবাহিক কর্মশালা আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠান ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া বক্তব্য রাখেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম প্রমুখ। সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান।